Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৩-২০২৪, সময়ঃ রাত ০৭:০৩

প্রয়াত গোলাম আরিফ টিপুর স্মরণে গাইবান্ধায় শোকসভা

প্রয়াত গোলাম আরিফ টিপুর স্মরণে গাইবান্ধায় শোকসভা

নিজস্ব প্রতিবেদক►

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়াত চীফ প্রসিকিউটর, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর স্মরণে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে বিকেল ৪টায় জেলা কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল শেখের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ওয়াজির রহমান রাফেল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, পলাশবাড়ী উপজেলা সিপিবির সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, গোলাম আরিফ টিপু ছিলেন সততা ও আদর্শের প্রতীক। মফস্বল শহরে অবস্থান করেও তিনি সারাদেশে পরিচিতি অর্জন করেছিলেন সততা আদর্শের জন্য। আজকের ছাত্র সমাজকে তাঁর জীবনী থেকে শিক্ষা নিতে হবে।

প্রসঙ্গত গত ১৫ মার্চ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad