Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৩

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার (২৫ নভেম্বর) শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ মানবতা লংঘনের কথা বলে বাংলাদেশ সরকারের প্রতি রাজনৈতিক চাপ প্রয়োগ করলেও ইসরায়েলে গণহত্যা ও শিশু হত্যাসহ হাসপাতাল থেকে রোগীদের বের করে দেয়া মানবতা লংঘনের চরম পর্যায়ে হওয়া সত্ত্বেও প্রতিবাদ করেনা। যুদ্ধ বিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ইসরাইলের সৈন্যরা নারী ও শিশু হত্যার উল্লাস করে সে ব্যাপারে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদ রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। সেইসাথে অতিদ্রুত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

এ কর্মসূচিতে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সদস্য অ্যাডভোকেট আশরাফ আলী, কামরুল ইসলাম, মোখলেছুর রহমান, ছাত্র মৈত্রীর উপদেষ্টা শাখার সভাপতি আলী আকরাম শুভ প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad