ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাপলা কিন্ডারগার্টেন এর চারতলা ভিত্তি বিশিষ্ট প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন কুদ্দুস, সহ-সভাপতি অনিল কুমার বর্মন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ আশরাফুল আলম, মাওলানা শামসুল হক আকন্দ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ভবনটি নির্মাণ করা হচ্ছে।