Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৩-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫৪

ফুলছড়ি ও সুন্দরগঞ্জে এসকেএস ফাউণ্ডেশনের অবহিত করণ সভা অনুষ্ঠিত

ফুলছড়ি ও সুন্দরগঞ্জে এসকেএস ফাউণ্ডেশনের অবহিত করণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলার বন্যা প্রবন এলাকার জীবন, সম্পদ ও জীবিকা রক্ষায় আগাম পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জলবাযূ পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সামাজিক সুরক্ষা কর্মসুচি সম্প্রসারিত করার লক্ষে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর, উড়িয়া এবং কঞ্চিড়াপাড়া ইউনিয়ন এবং সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও চন্ডিপুর ইউনিয়নে সেভ দ্য চিলডেন এর আর্থিক ও কারীগরি সহায়তায় এসকেএস ফাউ-েশন এর স্কেলিং আপ এনট্রিসিপেটরি একশন ফর ফ্লাড পোর্ন এরিয়া ইন বাংলাদেশ প্রকল্প এর কার্যক্রম শুরু করেছে।

প্রকল্পের অবহিত করণের লক্ষে ২৯ মার্চ ২০২৩ ফুলছড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজের সভাপতিত্বে প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। অবহিত করণ সভায় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান। এসকেএস ফাউণ্ডেশন-স্কেলিং আপ এনট্রিসিপেটরি একশন ফর ফ্লাড পোর্ন এরিয়া ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন প্রকল্পের ধারনা, উদ্দেশ্য, কাংখিত ফলাফল, কর্মসূচি, প্রকল্পের স্টেকহোল্ডার এবং এসকেএস ও অন্যান্য সরকারী বিভাগ ও স্টেকহোল্ডাদের প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব ও ব্যাখ্যা করেন।


ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মো: আনিসুর রহমান বলেন, বন্যার আগাম পূর্বাভাস, প্রস্ততি ও সাড়াদান জীবন, সম্পদ ও জীবিকা রক্ষায় এসকেএস ফাউণ্ডেশন এর স্কেলিং আপ এনট্রিসিপেটরি একশন ফর ফ্লাড পোর্ন এরিয়া ইন বাংলাদেশ প্রকল্প অত্যন্ত কার্যকরী প্রকল্প।

তিনি এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করনে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে উক্ত প্রকল্পের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অন্যান্য এনজিও কর্মকর্তাদের এই প্রকল্পের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ প্রদান করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সেলিম পারভেজ বলেন, ”এসকেএস ফাউণ্ডেশন গাইবান্ধা জেলায় বিশেষ করে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের জীবন, সম্পদ ও জীবিকা রক্ষায় প্রসংসনিয় কাজ করে যাচ্ছে। তিনি উপজেলা পারষদের পক্ষ থেকে এ প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা প্রদাদের প্রতিশ্রুতি প্রদান করনে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad