Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৭-২০২৩, সময়ঃ রাত ০৮:২৫

ফুলছড়ি হাসপাতালে ২৫ বছর পর চালু হলো সিজারিয়ান অপারেশন

ফুলছড়ি হাসপাতালে ২৫ বছর পর চালু হলো সিজারিয়ান অপারেশন

ফুলছড়ি প্রতিনিধি►

প্রতিষ্ঠার ২৫ বছর পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা হাসপাতালে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে হাসপাতালে শাপলা বেগম নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান। তিনি বলেন, সিজারিয়ান অপারেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, ১৯৯৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট ফুলছড়ি উপজেলা হাসপাতালটি চালু হয়। পরে হাসপাতালটি ২০১৪ সালে ৫০ শয্যায় উন্নীত হয়। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে প্রসূতি স্বাস্থ্যসেবায় জনবল সংকট থাকায় সিজারিয়ান অপারেশন চালু ছিল না। গাইনি ও অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ না থাকায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতদিনে অপারেশন থিয়েটার অচল পড়েছিল।

সম্প্রতি গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ও উধ্বর্তন কর্তৃপক্ষের সহযোগিতায় এ সংকট সমাধান করে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারটি সচল করে।

প্রথম সিজারিয়ান অপারেশন কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান, গাইনী ডা. ফারহানা মুসরাত দিশা ও অ্যানাসথেশিয়া ডা. রিফাত হাসান সহ সেবিকাবৃন্দ।

স্থানীয়রা জানান, কোনো প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে বা সিজারের প্রয়োজন হলে আগে জেলা শহর গাইবান্ধায় যাওয়া ছাড়া বিকল্প উপায় ছিল না। সরকারিভাবে সিজারিয়ান অপারেশন এখানে না থাকায় এতদিন ভোগান্তি পোহাতে হয়েছে এলাকাবাসীর। বর্তমানে হাতের নাগালে হাসপাতালে এ ব্যবস্থা চালু করায় আমরা হাসপাতালের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad