নিজস্ব প্রতিবেদক►
বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজদার আলীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, আব্দুর সবুর সরকার, আফতাব আলী, সোলায়মান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নৈরাজ্য রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফুলছড়ি উপজেলাসহ সারাদেশে গ্রামীণ রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণ, যোগাযোগ, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, গৃহহীনদের আবাসনের ব্যবস্থা গ্রহণ, বছরের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীদের বই প্রদানসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে।
বক্তারা আগামী দ্বাদশ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।