Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৮-২০২৩, সময়ঃ রাত ০৮:০২

ফুলছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ফুলছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ফুলছড়ি প্রতিনিধি►

ফুলছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী প্রমুখ।

শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি সাংসদ মাহমুদ হাসান রিপন।

এদিন বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এছাড়া মসজিদে বিশেষ দোয়া ও তবারক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad