ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির সকল বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার শ্রেষ্ঠ ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদ, আনিছুর রহমান, সহযোগী অধ্যাপক মজিবুল হক ছানা, প্রভাষক নুরে আলম সিদ্দিক হাউলিদার, প্রভাষক রায়হাতুল এমরান প্লাবন, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক আব্দুস ছালাম, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।
এরআগে কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার প্রতিটি বিভাগের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাতে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় কলেজের প্রভাষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার অন্যান্য কলেজেও একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়।