নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার ফুলছড়িতে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৫০ পরিবারের প্রধান নারী-পুরুষের হাতে এ শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় ও এসকেএস ফাউ-েশনের বাস্তবায়নে শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্থ এ উপজেলার দরিদ্র পরিবারের জন্য জরুরি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা কামাল পাশা, সেভ দ্যা চিলড্রেন গাইবান্ধা ফিল্ড অফিসের হেড অব মো: ফারুক হোসাইন। এসকেএস ফাউণ্ডেশনের মমতা প্রজেক্টের ফুলছড়ি উপজেলা কো-অডিনেটর মো: হারুন অর রশিদ, Emergency Cold Wave Response এর প্রজেক্ট ম্যানেজার মো:মোশফিকুর রহমান প্রমূখ।
শীতবস্ত্রের মধ্যে ছিল ১টি কম্বল, নারী ও পরুষদের ব্যবহারের জন্য গায়ের চাদর ২টি, ৬ থেকে ৮ বছরের শিশুদের জন্য সুয়েটার ১টি, ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুর জন্য সুয়েটার ১টি এবং উপকরণসমূহ বহনের জন্য ব্যাগ ১টি।