Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১০-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৯

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধায় ফুলছড়ি উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই মাদ্রাসা সহকারী সুপার আতোয়ার রহমানকে (৫৫) আটক করেছে পুলিশ। 

আজ (শনিবার, ২৬ অক্টোবর) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, মাদ্রাসার ওই সহকারী সুপার দীর্ঘদিন ধরে প্রতিবেশি প্রতিবন্ধি ওই শিশুকে বিভিন্ন অজুহাতে তার রুমে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি শিশুটির আচরণে অস্বাভাবিকতা লক্ষণ দেখা দিলে শিশুটির পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন স্বজনদেরকে। পরে ভুক্তভোগী শিশুটির পরিবার নুশংস এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ আরও বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad