ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিলপুর চরে কারিতাসের উদ্যোগে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৪ জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের সহযোগিতায় ইআরপি প্রকল্পের মাধ্যমে সোমবার (২০ ফেব্রুয়ারী) উড়িয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ওই ইউনিয়নের কাবিলপুর চর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জীবিকায়ন পুনরুদ্ধার ও ঘর মেরামতের জন্য ৯৪ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান।
কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রঞ্জন জন পৌল রোজারিও এর সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম, কারিতাসের দিনাজপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা থোমাস হেম্ব্রম, সুপারভাইজার ওয়াসিম সুমন, যোসেফ সরেন প্রমুখ।