নিজস্ব প্রতিবেদক►
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) উপজেলার চন্দিয়া মহিলা কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। উপজেলা নির্বাহী অফিসার আবু সৈয়দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, নির্বাচন অফিসার আব্দুল মোত্তালেব।
এছাড়াও উপস্থিত ছিলেন চন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোসাদ্দেকুল হক মামুনসহ নির্বাচনীর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ভোট পূর্ব নির্বাচনী মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহন পরবর্তী করনীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা, গণমাধ্যম কর্মীদের নীতিমালা মেনে তথ্য প্রদানসহ বিভিন্ন সর্ম্পকে ধারনা দেওয়া হয়।