Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৪

ফুলছড়িতে রেলিংবিহীন রাস্তায় বড় দুর্ঘটনার আশংকা

ফুলছড়িতে রেলিংবিহীন রাস্তায় বড় দুর্ঘটনার আশংকা

আশরাফুল আলম ►

ব্রিজের গর্ত ভরাট করে রাস্তা নির্মাণ করা হলেও যথাযথ রেলিং না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। অবস্থাটি ফুলছড়ি উপজেলার পুরাতন ফুলছড়ি হাটের প্রবেশদ্বারের রাস্তায়। এখানে দীর্ঘ দিন আগে স্থাপিত একটি স্টিলের টানা ব্রিজ দুর্বল হয়ে গেলে এবং গুরুত্ব কমে গেলে ব্রিজটি তুলে ফেলে মাটি দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা নির্মাণ করা হলেও ৩বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত দুই পাশে রেলিংএর ব্যবস্থা না করায় এই বিপদজনক অবস্থার সৃষ্টি হয়েছে।  

জানা গেছে, সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার হাট বসায় এই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন এবং মানুষ পায়ে হেঁটে চলাচল করে। এছাড়া ফুলছড়ি সরকারি কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএম কিন্ডার গার্টেনসহ অন্যান্য বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদেরকেও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান রিকসা কিংবা চলন্ত কোন যানবাহন দ্বারা সামান্য ধাক্কা লাগলেই মানুষ অথবা যানবাহন গড়াগড়ি করে প্রায় ১০০ ফুট নিচে পুকুরে পরে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারে। এলাকাবাসীর দাবী, এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ অবস্থা পর্যবেক্ষণে বিষয়টি নিরসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad