ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে ভুট্টা খেতের পাশে বরই পাড়তে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ অভিযুক্ত আশরাফুল মিয়াকে (২৮) আটক করে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের এক ছেলে শিশু (১২) একই উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামে তার খালু মজনু মিয়ার বাড়িতে বেড়াতে যায়।
গত রবিবার (২৯ জানুয়ারী) বিকেলে শিশুটি তার খালাতো ভাইসহ কয়েকজন বরই খাওয়ার জন্য পার্শ্ববর্তী কালাসোনার চরে যায়। সেখানে একটি গাছ থেকে বরই পাড়ার সময় উত্তর উড়িয়া গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র আশরাফুল মিয়া (২৮) তাদের সবাইকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যরা পালাতে পারলেও ১২ বছরের ওই ছেলে শিশুটি ভূট্টা ক্ষেতের পাশে পড়ে যায়। এসময় আশরাফুল মিয়া শিশুটিকে ধরে জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আশরাফুল মিয়া ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে।
পরবর্তীতে বাড়িতে এসে শিশুটি তার খালার কাছে তাকে ধর্ষণের কথা জানালে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি মিমাংসার চেষ্টা করা হয়। এক পর্যায়ে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পারেন। শিশুটির বাবা বাদী হয়ে গত সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে পুত্রকে ধর্ষণের অভিযোগে আশরাফুল মিয়াকে আসামী করে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে অভিযুক্ত আশরাফুল মিয়াকে আটক করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগ পাওয়া মাত্র অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করেছি। আসামীর বিরুদ্ধে ২০০০ সালের নারী শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারা মোতাবেক থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।