Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪১

ফুলছড়ির চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কর্মসংস্থানে কর্মসূচি 

ফুলছড়ির চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কর্মসংস্থানে কর্মসূচি 

ফুলছড়ি প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর কাবিলপুর গ্রামে কারিতাসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কর্মসংস্থানের লক্ষে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গরীব, ভূমিহীন, দিনমজুর, বিধবা, সহায় সম্বলহীন নি¤œআয়ের ৭১ জন নারী-পুরুষ সাময়িক সময়ের জন্য কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। 

বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের সহযোগিতায় কমিউনিটি অবকাঠামো মেরামত কার্যক্রমের আওতায় উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মোল্লার বাজার হতে সাদেক খার বাজার পর্যন্ত ৩ হাজার ফুট রাস্তায় মাটি কাটার কাজ করা হচ্ছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাঠ কর্মকর্তা থোমাস হেম্ব্রম, কারিতাস গাইবান্ধা অফিসের মাঠ কর্মকর্তা কালিস্তুস মার্ডী, এরশাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছালাম, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কারিতাস কর্মকর্তারা জানান, কারিতাস বাংলাদেশ উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কর্মসংস্থান ও কমিউনিটি অবকাঠামো মেরামতে কাজ করছে। কর্মসূচির মাধ্যমে ওই এলাকার গরীব, ভূমিহীন, দিনমজুর, বিধবা, সহায় সম্বলহীন নি¤œআয়ের মানুষগুলো কাজের সুযোগ পাচ্ছেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad