Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১১-২০২৩, সময়ঃ দুপুর ১২:৫৬

ফুলছড়ির চরাঞ্চলে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে মেয়ে শিশুদের উচ্চতর শিক্ষা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফজলুপুর ইউনিয়নের চন্দনস্বর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের আওতায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় চরাঞ্চলের নাগরিক সমাজ এ আয়োজন করে। এতে চরাঞ্চলের নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, ফজলুপুর ইউনিয়েন একটিমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর ফলে দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, বন্যা, নদীভাঙ্গন, অর্থনেতিক দৈন্যতা, নিরাপত্তার অভাবসহ নানা কারণে ওই ইউনিয়নের প্রায় ১১ টি গ্রামের মেয়েরা উচ্চতর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে বাড়ছে বাল্যবিয়েসহ পারিবারিক বিভিন্ন সহিংসতার ঘটনাও। এই চিত্র শুধু ফজলুপুর ইউনিয়নেই না অধিকাংশ চরেরই প্রায় একই অবস্থা। আর তাই বক্তরা বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে চরাঞ্চলে মেয়ে শিশুদের উচ্চতর শিক্ষা নিশ্চিতকরণের দাবি জানান। শেষে এ দাবি বাস্তাবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকালিপি প্রদান করে চরাঞ্চলবাসী।

এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুনের পরিচালনায় এবং ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য ফরিদ মিয়া, শাহীন মিয়া, শিক্ষার্থী মুঞ্জুয়ারা আক্তার, বেগমসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad