ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ২.৪৩ কিলোমিটার যমুনা নদীতীর সংরক্ষণ ও নদীশাসন সংক্রান্ত ২৪৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “অত্যন্ত ভাঙনপ্রবণ যমুনা নদীর কড়াল গ্রাস হতে উড়িয়া ইউনিয়নকে রক্ষা করা আমার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পরম করুনাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সানুগ্রহে অতি অল্প সময়ে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে।”
এ কারণে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন।
এদিকে নদী শাসনের কাজ একনেকে অনুমোদন হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উড়িয়া ইউনিয়নবাসী একাধিক আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
এ সময় বক্তব্য দেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, উড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম সহ ইউপি সদস্যবৃন্দ।
অপরদিকে গুনভরি এলাকায় আনন্দের শেষে বক্তব্য দেন উদাখালী মহিলা কলেজের প্রভাষক মোসলেম উদ্দিন মাসুম, আওয়ামী লীগ নেতা ভুষন চন্দ্র বর্মন প্রমুখ।