ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রোববার (১৯ ফেব্রুয়ারী) ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সোবহানের কাছে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
এতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪ প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ প্রামাণিক, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল, মিলন মিয়া, আনছার আলী ও আওয়ামীলীগ দলীয় প্রার্থী আফছার হোসেন।
ঘোষিত তফসিল মোতাবেক ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।