Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৩

ফুলছড়ির ফজলুপুর ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফুলছড়ির ফজলুপুর ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফুলছড়ি প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রোববার (১৯ ফেব্রুয়ারী) ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সোবহানের কাছে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

এতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪ প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ প্রামাণিক, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল, মিলন মিয়া, আনছার আলী ও আওয়ামীলীগ দলীয় প্রার্থী আফছার হোসেন। 

ঘোষিত তফসিল মোতাবেক ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad