দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর ফুলবাড়ীতে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন রোজ ফাউণ্ডেশনের উদ্যোগে সদ্য এসএসসি পরিক্ষায় উত্তিন্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় এসএসসি পরিক্ষায় ভালো পয়েন্ট পেয়ে উত্তিন্ন ও জিপিএ-৫প্রাপ্ত ১৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে রোজ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইন্জিনিয়ার মোকারম হোসেন নাহিদ,উপদেষ্টা হাবিবুর রহমান রুবেল,উপদেষ্টা বিপ্লব চন্দ্র রায়,সংগঠনের সদস্য সচিব শাহিনুর রহমান সাজু প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে একটি করে ডায়েরী উপহার দেয়া হয় এবং শেষে সকল শিক্ষার্থী কে মিষ্টি মুখ করানো হয়। রোজ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রস্তম আলী বলেন,এলাকার শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।