ফুলবাড়ী প্রতিনিধি ►
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রানী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে অবগত করার লক্ষ্যে সচেতনতামূলক সভাসহ মাদক বিরোধী শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের রুদ্রানী স্কুল এন্ড কলেজ হলরুমে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক সভায় সভাপতি করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম।
স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় মাদকদ্রব্যের কুফল নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ। এছাড়াও বক্তব্য বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা অনুঘটকের নির্বাহী পরিচালক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম।
সভা শেষে রুদ্রানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারি ও সুধিজন উপস্থিত ছিলেন।