মাধুকর ডেস্ক►
আবার বিশ্ব পরিমণ্ডলে নিজেকে মেলে ধরলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার হলেন ফ্রান্সের একটি উৎসবের বিচারক। যেটার নাম ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব এশিয়ান সিনেমা’। এটি তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ফ্রান্সে। উৎসবটি মূলত এশিয়ার সিনেমাকে ঘিরেই হয়ে থাকে।
জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মাখমালবাফ। এ ছাড়া অন্য দুই সদস্য হিসেবে থাকছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।
আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে আনন্দিত ফারুকী। তাঁর ভাষ্য, ‘জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি; যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’
ভোটের মাঠে তারকারা কতটা জ্বলল?ভোটের মাঠে তারকারা কতটা জ্বলল?
আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা করে নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি।