মাধুকর ডেস্ক►
আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রামে কর্ণফুলীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে যান চলাচল শুরু হয়েছে। এরমধ্যে দিয়ে চট্টগ্রামবাসীর স্বপ্নের এ টানেলের মাধ্যমে শিল্পঘেরা কর্ণফুলীর দুই পাড়ের মধ্যে যোগাযোগ সহজ হচ্ছে।
তবে আপাতত ৩ চাকার যান ও মোটরসাইকেল চলবে না এবং কেউ হাঁটাহাঁটিও করতে পারবেন না এই টানেলে।
এর আগে, বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে সড়ক যোগাযোগ খাতে বাংলাদেশে শুরু হলো নতুন অধ্যায়। উদ্বোধনের পর টানেল দিয়ে গাড়িতে কর্ণফুলী নদীর অপর পাড়ে যান প্রধানমন্ত্রী। মাত্র তিন মিনিটে পাড়ি দেন বঙ্গবন্ধু টানেল। ওপারে টানেল থেকে বের হয়ে নিজে টোল পরিশোধ করেন।
১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকায় নির্মিত কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল দক্ষিণ এশিয়ায় প্রথম। সুড়ঙ্গপথ যুক্ত করেছে কর্ণফুলী নদীর দুইপ্রান্ত। একপাড়ে বন্দর নগরী, অন্যপাড়ে আনোয়ারা উপজেলার শিল্প এলাকা।