নিজস্ব প্রতিবেদক►
বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৩ উপলক্ষ্যে গাইবান্ধায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গাইবান্ধা জেলা শাখা এ আয়োজন করে।
শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুলে আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ওস্তাদ মোহাম্মদ আলী খান, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার সরকার, সাধারণ সম্পাদক আকরামুল হক রাঙ্গা, শহর শাখার সভাপতি অধ্যাপক শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মনোয়ারুল ইসলাম, বিশিষ্ট সংগীত শিল্পী চুনি ইসলাম, প্রমোতোষ সাহা প্রমুখ।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর পড়ুয়া প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন। চারটি গ্রুপে ভাগ হয়ে সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়সহ মোট ৩৯টি বিষয়ের প্রতিযোগিতায় ২৪ জন বিচারক ছিলেন।