খবর বিজ্ঞপ্তি ►
বাংলাদেশ যুব ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ, মহিমাগঞ্জে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত শ্রমিক নেতা দেওয়ান নঈমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
শনিবার (২৪ জুন) সকাল ১১টায় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহজালাল হোসেন, যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অশোক আগরওয়ালা, সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, জেলা যুব ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সরকার, জেলা সাধারণ সম্পাদক যুবনেতা রানু সরকার ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজকে দেশে কর্মসংস্থান নেই, প্রায় সাড়ে তিন কোটি বেকার, হতাশাগ্রস্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। যেটুকু কর্মসংস্থানের সুযোগ আছে ঘুষ ছাড়া কোন চাকরি পাওয়া যায় না। এ অবস্থায় কর্মসংস্থানের দাবিসহ যুব সমাজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোড়দার করতে লড়াকু যুব সংগঠন যুব ইউনিয়নকে শক্তিশালী করতে হবে, যুব অধিকার প্রতিষ্ঠার লড়াই জোড়দার করতে হবে।
পরে কাউন্সিল অধিবেশনে হেরেন চন্দ্র বর্মনকে সভাপতি ও রাজু আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।