নিজস্ব প্রতিবেদক ►
আগামী ২১ জুলাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর সহযোগী সংগঠন " যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সম্মেলন উদযাপনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শুক্রবার ভিএইড রোডস্থ কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন - বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শিমুল সাহা। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সিনিয়র সহ সভাপতি দীপক কুমার রায় এর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সদস্য সচিব শুভ মহন্ত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক সজল সরকার, যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সাবেক আহবায়ক ও বর্তমান যুব ঐক্য পরিষদ যুব বিষয়ক সম্পাদক সজীব চাকী পলাশ, বর্তমান আহবায়ক সুমন চক্রবর্তী, যুগ্ন আহবায়ক সঞ্জয় সাহা, সাহা রাজিব রাজন, সৌমিক বকসী, বিশাল সরকার, সদস্য সচিব অভিজিৎ দাস অভি, যুব বিষয়ক সম্পাদক সদস্য জয়ন্ত প্রসাদ, সদস্য বিনু ভট্রাচার্য্য, সদস্য মানিক সরকার, ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার আহবায়ক মানিক কুমার বর্মন, ছাত্র ঐক্য পরিষদ জেলার সদস্য জীবন বর্মন, লিখন সরকার,
যুগ্ন আহবায়ক ও সরকারি কলেজ শাখার আহবায়ক গোবিন্দ চন্দ, ছাত্র ঐক্য পরিষদ অন্যতম সদস্য সুশান্ত কুমার, কলেজ শাখার সাধারণ সম্পাদক সুমন দাস, ছাত্র ঐক্য পরিষদ জেলা সদস্য জীবন বর্মন, হীরা সরকার,হিন্দু বৌদ্ধ খৃষ্টান পলাশবাড়ী উপজেলার সদস্য জীবন দাস, যুব ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আনন্দ সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বাসু কুমার, পলাশবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি পিন্টু সরকার, সাধারণ সম্পাদক উত্তম ভট্টাচার্য্য, যুব ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা সভাপতি অপূর্ব সরকার, ছাত্র ঐক্য পরিষদ সাঘাটা উপজেলা সভাপতি প্রদীপ কর, সিনিয়র সহ-সভাপতি সাধন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রিপন বর্মন, সাংগঠনিক সম্পাদক সাগর কুমার বর্মন, রবিদাস সম্প্রদায় সাধারণ সম্পাদক ফনি রবিদাস, সহ অনেকে।
বক্তারা আগামী ২১ জুলাই বর্ধিত সভা সফল করার লক্ষ্যে সকল নেতা-কর্মী ও সদস্যদেরকে বিভিন্নভাবে সহযোগীতা সহ উপস্থিতি কামনা করেন।