Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১২-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৮

বিজয় দিবসের অনুষ্ঠানে চিত্র সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: মানববন্ধন ও সড়ক অবরোধ

বিজয় দিবসের অনুষ্ঠানে চিত্র সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: মানববন্ধন ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শনিবার মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে এক চিত্র সাংবাদিক পুলিশ কর্মকর্তার হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ ও ওই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেছেন গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। বিকেলে জেলা শহরের ডিবিরোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব দাবি জানান। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন এ্যাসোসিয়েশনের সদস্য ও সাংবাদিকরা। এসময় সড়কের চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুচকাওয়াজ ও শারীরিক নৈপুন্য প্রদর্শণ চলাকালে স্থানীয় সাংবাদিকরা চিত্রধারণ করছিলেন। এসময় তাদের উপর চড়াও হন অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন। এসময় চিত্র সাংবাদিক নিজের পরিচয় দিলেও তিনি তাকে সজোরে ধাক্কা দিয়ে মাঠের ভেতর থেকে সরিয়ে দেন। এসময় তিনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে আশেপাশে থাকা সাংবাদিক ও দর্শকরা হতভম্ভ হয়ে যান। এই অপমান জনক আচরণে ক্ষুদ্ধ হয়ে ওঠেন উপস্থিত সাংবাদিকরা। তারা পুলিশ সুপারের কাছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম মুন্না, আতাউল হক সাগর, রিপন আকন্দসহ অন্যরা। 

চিত্র সাংবাদিক মোকছেদুর রহমান জানান, তাদেরকে জেলা প্রশাসন চিঠি দিয়ে আমন্ত্রন জানিয়েছিলেন। তিনি কারো কোনো সমস্যা না করে ছবি তুলছিলেন। এসময় এই ঘটনা ঘটে। 

সড়ক অবরোধকালে গাইবান্ধার সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সেখানে এসে বিষয়টির সম্মানজনক সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। তিনি বলেন, পুলিশ সুপার সংশ্লিষ্টদের সাথে বিষয়টি নিয়ে বসবেন। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad