Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৫৬

বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক►

বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ 

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহামুদা বেগম পারুল,নারী সংগঠক জয়া প্রসাদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা।

বক্তারা বলেন, সারা পৃথিবীর শ্রমজীবি নারীসহ গোটা নারী সমাজ এই দিনটিতে তাদের সমঅধিকার, মর্যাদা ও শ্রম ঘণ্টা কমানো, কর্ম পরিবেশের উন্নতি, কাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করে আসছে। 

বক্তারা সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ, পর্ণোগ্রাফি বন্ধসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad