পলাশবাড়ী (গাইবান্ধা) পৌর প্রতিনিধি►
পলাশবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ‘স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবায় অধিকার’ স্লোগানকে সামনে রেখে একটি র্যালি রেও হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা টাউন হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমদুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান, মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম প্রমুখ।