Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৩:৪০

বিভিন্ন আয়োজনে সুন্দরগঞ্জে নারী দিবস উদযাপন

বিভিন্ন আয়োজনে সুন্দরগঞ্জে নারী দিবস উদযাপন

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

‘অধিকার, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও  মহিলা বিষয়য়ক অধিদপ্তরের আয়োজনে আজ (শনিবার, ৮ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে এবং  উপজেলা মহিলা বিষয়য়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. রাকিবুর ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ, রেজাউল ইসলাম, সমিতির সভাপতি মানসুরা বেগম প্রমুখ। 

পরে নারী দিবস উপলক্ষে বালিশ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad