Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৪

বিভিন্ন কর্মসূচিতে সাঘাটার শহীদ ১২ মুক্তিযোদ্ধাকে স্মরণ

বিভিন্ন কর্মসূচিতে সাঘাটার শহীদ ১২ মুক্তিযোদ্ধাকে স্মরণ

সাঘাটা (গাইবন্ধা) প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) গাইবান্ধার সাঘাটা এলাকার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে সাঘাটা উপজেলার প্রাণ কেন্দ্র বোনারপাড়ার অদূরে ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘন্টাব্যাপী সম্মুখ যুদ্ধে শহীদ হন ১২ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারাও ২৭ পাক সেনাকে হত্যা করার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ওই দিন স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।

তাদের স্বরণে আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রথমেই শহীদদের স্বরন জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অপর্ন ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এতে মাহমুদ হাসান রিপন এমপি প্রধান অতিথি ছিলেন ।

দলদলিয়া বিজয় স্মৃতিস্তম্ভ চত্বরে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ রসুল এর সভাপতিত্বে স্বরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, গাইবান্ধা জেলা (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

 স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের গর্ব আমাদের অহংকার। ৭১ এর মুক্তিযোদ্ধেদের রক্ত-আত্মত্যাগ বৃথা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আবার স্বাধীনতা বিরোধী শক্তি দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এজন্য মুক্তিযোদ্ধাসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad