Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৭-২০২৪, সময়ঃ বিকাল ০৫:২৯

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি, শিক্ষা, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) মারুফা আক্তার জাহান ও ডিস্ট্রিক ফ্যাসিলেটর উত্তম সরকার, এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের কো-অর্ডিনেটর আলতাফ হোসেন ও ইউনিসেফের রংপুর বিভাগের ফিল্ড অফিসার শাহীন আক্তার। এছাড়াও জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর বলেন, সুস্থ-সবল জাতি গঠনের পরিবার পরিকল্পনার বিকল্প নেই। এক্ষেত্রে দেশের উন্নয়নের স্বার্থে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে হবে। তাই প্রধানমন্ত্রী কিশোর-কিশোরীর স্বাস্থ্য, নারীর শিক্ষা ও কর্মসংস্থানের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর ফলে পরিবার পরিকল্পনা অধিদফতরের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

আলোচনা শেষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কাজের মূল্যায়নের ভিত্তিতে ১১টি ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত কর্মী ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (ক্লিনিক) এসকেএস ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের মমতা প্রকল্প, সুন্দরগঞ্জের হালিদা হেলথ সেন্টার ও ফুলছড়ির ফ্রেন্ডশিপ, সাঘাটার পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ, সুন্দরগঞ্জের সোনারায় ইউনিয়ন পরিষদ, সাঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারি হাজেরা খাতুন, সাঘাটার পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা পারভিন, ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক নাজির হোসেন এবং একই প্রতিষ্ঠানের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad