সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন অসুস্থ্য জনিত কারণে মঙ্গলবার রাতে রপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ...রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১ স্ত্রী, ৪ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রহী রেখে যান। গতকাল বুধবার উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে নামাযে জানাযা শেষে রাষ্ট্রিীয় মর্যদায় তাকে দাফন করা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল হক, গুলজার রহমান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমুখ।