Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে

বেরোবির ছাত্র সংসদ নির্বাচন ২৯ ডিসেম্বর

বেরোবির ছাত্র সংসদ নির্বাচন ২৯ ডিসেম্বর

মাধুকর ডেস্ক►

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। আগামী ২৯ ডিসেম্বর সোমবার ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামানসহ ৫ কমিশনারের স্বাক্ষরিত নির্বাচনি তফসিলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

তফসিল সূত্রে জানা যায়, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ৫ দিন চলবে মনোনয়ন বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়ন দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই এবং ৭ ডিসেম্বর প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

এরপর ৮ ডিসেম্বর আপত্তি-অনাপত্তি এবং ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ১০ ডিসেম্বর। পরে ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে।

তবে দীর্ঘ সময়ব্যাপী এ তফসিল প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, কালক্ষেপণরত এই তফসিল নির্বাচন বানচালের শামিল।

আন্দোলনরত শিক্ষার্থী শামসুর রহমান সুমন ও আশিকুর রহমান বলেন, ‘আমরা এ তফসিল মানি না। নির্বাচন হতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।’

তারা দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন।

এর আগে কয়েকদিন ধরে ব্রাকসু নির্বাচনি রোডম্যাপসহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামান জানান, আগামী ২৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে ব্রাকসু নির্বাচন। এটিই ব্রাকসুর প্রথম নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার তা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। এসময় তিনি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীসহ সব শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য : ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। ২০০৯ সালের ৪ এপ্রিল ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে রংপুর সদরের ধাপ এলাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়।

২০১১ সালের ৮ জানুয়ারি, রংপুর ক্যাডেট কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের নিকটবর্তী ৭৫ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম স্থানান্তরিত হয়।—বাসস

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad