Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু

বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু

বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু—ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহাসেন আলী (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বোনারপাড়া স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত মহাসেন আলী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে। 

বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই লুৎফর রহমান জানান, সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের পাশেই রেললাইন পার হতে গিয়ে মহাসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎তিনি আরও জানান, স্বজনেরা জানিয়েছেন মহাসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad