Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৪

বড় পকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

বড় পকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

এমএ জলিল সরকার, পার্বতীপুর  ►

দিনাজপুরের পার্বতীপুরে বড় পকুরিয়া কয়ালা খনি সন্নিকটস্থ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে স্টীম পাইপ ফেটে যাওয়ায় শুক্রবার রাত ৬.৪৫ মিনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। 

এ ইউনিট থেকে ২৪ ঘন্টায় ২৫০ থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। এ তথ্য নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক। ওই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩টি ইউনিটে ২৪ ঘন্টার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্নের কথা ছিলো। 

কিন্তু বেশ কিছুদিন যাবত একটি ইউনিট বন্ধ হয়ে যায় ফলে দ্বিতীয় ইউনিট থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে আসছে। এসব বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হতো। বেশী বিদ্যুৎ উৎপন্ন কারী তৃতীয় ইউনিটটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ এর যোগানে ঘাটতি দেখা দিয়েছে। যে কারনে মাঝে মধ্যে লোড শেডিং এর দেখা মিলছে আশপাশ এলাকায়। 
এ অবস্থা চলছে শুক্রবার রাত থেকে।

খুব শীঘ্রই তৃতীয় ইউনিটে স্টীম পাইপ সংযোজন করা হলে দু এক দিনের মধ্যেই তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং লোড শেডিং কেটে যাবে। উল্লেখ্য বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিশেষ ব্যবস্থায় পার্বতীপুর-ফুলবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad