Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৬

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

এম এ জলিল সরকার, পার্বতীপুর ►

বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেইস থেকে মঙ্গলবার কয়লা উত্তোলন শুরু হয়েছে। প্রথম দিকে পরীামূলকভাবে দৈনিক ১৫শ থেকে ২হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫শ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানানো হয়েছে। ফেইসটির রোডওয়ে উন্নয়ন কাজ গত ৪ জুলাই শুরু হয়। 

রোডওয়ে উন্নয়ন কালীন সময় বেল্ট গেট এবং ওপেন অব কাট রোডওয়েতে অনাকাঙ্খিতভাবে পরপর দুটি বড় ধরণের রুফফল সংঘটিত হওয়ায় বিসিএমসিএল ও চীনা কনসোটিয়াম ১১১৩ ফেইসের অর্থাৎ খনির সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে পূর্বের ডিজাইন পরিবর্তন করে প্রায় ৯০ মিটার দৈর্ঘের নতুন ওপেন অব কাট নির্মাণ কাজ শুরু করে। রুফফলের কারণে নতুন ওপেন অব কাট নির্মাণ কাজের জন্য উক্ত ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করার পরিকল্পনা চলতি বছরের মে মাসের মাঝামঝি সময় থেকে পিছিয়ে জুন মাসের ১ম সপ্তাহে নির্ধারণ করা হয়। 

আসন্ন এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকালে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ চাহিদা নিরসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিক নির্দেশনায় বিসিএমসিএল-এর সবস্তরের কর্মকর্তা-কর্মচারী, চীনা কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় শ্রমিকদের সর্বাত্মক প্রচেষ্টায় ১১১৩ ফেইসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১৩০৬ ফেইস থেকে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১১১৩ ফেইসে স্থাপন শেষে নির্ধারিত সময়ের ২০ দিন পূর্বেই এ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে।

১১১৩ ফেইসের কয়লা উত্তোলন ল্যমাত্রা ৩ ল টন এবং উক্ত ফেইস হতে আগামী আগস্ট মাস পর্যন্ত কয়লা উত্তোলন হবে বলে আশা ব্যক্ত করেছেন খনির ব্যবস্থাপনা মোঃ সাইফুল ইসলাম সরকার। তিনি আরও বলেন, উত্তোলিত কয়লা নিকটস্থ বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উত্তোলিত করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad