মোস্তাফিজুর রহমান, ভরতখালী►
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গো-হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে হাট ইজারাদারদের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
আজ (মঙ্গলবার, ২৭ মে) সকালে এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ তমাল। অভিযানে সহায়তা করেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাদশা আলম, বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভরতখালী হাটে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত টোলের চেয়ে বেশি অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠে আসে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হাটে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইজারাদারদের সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সহজেই টোল সম্পর্কে অবগত থাকতে পারেন।
ইউএনও মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, “জনসাধারণের ভোগান্তি লাঘবে হাটবাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। অভিযান শেষে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এটি একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ, যা অবৈধ টোল আদায় রোধে সহায়ক হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।