নিজস্ব প্রতিবেদক►
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ডা. মৌমিতা দেবনাথ ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের আন্দোলনের সমর্থনে গাইবান্ধায় সংহতি সমাবেশ হয়েছে। এসময় তনু, মুনিয়া ধর্ষণ-হত্যাকাণ্ড, কল্পনা চাকমা অপহরণ, সাগর-রুনী হত্যাকাণ্ডসহ সারাদেশে সংগঠিত সকল নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান বক্তারা।
‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, গাইবান্ধা’র ব্যানারে আজ (রবিবার, ১৯ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ডাক্তার মৌমিতাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুরো ভারতবর্ষের ছাত্র-জনতা আন্দোলন করছেন, আমরাও তাদের সঙ্গে সংহতি জানাচ্ছি। ভারতে অন্তত ধর্ষণের নিরপেক্ষ বিচার করার জন্য বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর কিছু স্বাধীনতা আছে। কিন্তু গত ১৬ বছর ধরে আমাদের দেশে পুলিশ বা বিচার বিভাগের এই ধরনের স্বাধীনতা ছিলো না। গত ক্ষমতাসীন সরকার ধর্ষকদের বিচার করার চাইতে শেল্টার দিয়েছে বেশি।
বক্তারা বলেন, এরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। সেই সাথে বিগত দিনে বাংলাদেশ যত নারী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে তাদের জড়িতদের দ্রুত বিচার করা হোক। আমরা এই আস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখি। আশা করি তারা এই আস্থা ধরে রেখে এসব মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করবে।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নাসরিন সুলতানা রেখা ও সবুজ মিয়া এবং শিক্ষার্থী শাকিল আহম্মেদ, জুয়েল রানা, ও জান্নাতুল জান্নাত প্রমুখ।
উল্লেখ্য, গেল ৯ আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে।