রংপুর সংবাদদাতা ►
ঈদকে ঘিরে আদাসহ দু-একটি মসলার দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার অ্যাকশনে যাবে। মসলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, সেদিকে নজর রয়েছে বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার পীরগাছা উপজেলায় অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে, তবে তা ধীরগতিতে। অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে।
টিপু মুনশি বলেন, ‘আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে তেল, ডালের সঙ্গে পাঁচ কেজি করে চাল দেব। এতে এ দেশের ৫ কোটি মানৃষ উপকৃত হবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেখানে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।