মনজুর হাবীব মনজু, মহিমাগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার আরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোখলেসুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে আজ (সোমবার, ১৯ আগস্ট) সকাল থেকে মাদ্রাসা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন। তারা অবিলম্বে দুর্নীতির সাথে জড়িত অধ্যক্ষসহ অন্য শিক্ষকদেরও বিচার ও অপসারণ দাবি করেন।
এতে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: তাওহিদুল ইসলাম, শিক্ষার্থী শুভ ইসলাম ও আল আমিন ইবনে রায়হান প্রমুখ।