মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অগ্নিকান্ডে একটি বাড়ির দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে একজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নি ওই বাড়ির ভাড়াটে ২টি পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ওই বাড়িটির মালিক মৃত ফজর আলী সরকার।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশের ওই বাড়ির একটি কক্ষে অগুনের সূত্রপাত হয়। মূহুর্তে তা পুরো বাড়িটিকে গ্রাস করে ফেলে। এ সময় ওই বাড়ির ভাড়াটে ৪টি পরিবারের মধ্যে ২টি পরিবারের সমুদয় আসবাবপত্রসহ সকল সম্পদ ভস্মিভ’ত হয়ে যায়।
সকলে নিরাপদে বের হয়ে আসলেও এক ভাড়াটে জাহাঙ্গীর আলম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পাশর্^বর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের একটি দল ও স্থানীয়রা প্রায় আধাঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোনাতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুর রউফ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও কম্বল প্রদান করেন।