পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই) পার্বতীপুর শাখার উদ্দ্যোগে আজ রবিবার বেলা ১১টার সময় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন ১নং প্লাটফর্মে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে। আগামী ১৩ই জুন ২০২৩ এর মধ্যে রানিং স্টাফদের মাইলেজ জটিলতার নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যের আহবান জানান। তাদের দাবী সমূহের মধ্যে অন্যতম হলো আগামী ১৩ জুন ২০২৩ এর আগেই পূর্বের ন্যয় রানিং স্টাফদের ৭৫% মাইলেজ যোগে পেনশন ও অনুতোষিক নিষ্পত্তি, আইবাস++ সিস্টেম রানিং স্টাফদের বেতন ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে পদোন্নতি প্রদান ও চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করার দাবী জানান।
বিক্ষোভ-মিছিল শেষে আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি বি. এম শহিদুল আলম, পার্বতীপুর শাখার সভাপতি সাইফুল আজম, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান শেখ, সহ-অর্থ সম্পাদক কবির হোসেন ও যুগ্ম-সম্পাদক মোঃ গোলাম মোস্তফা তারা বক্তব্যকালে জানান, আগামী ১৩ জুনের মধ্যে রানিং স্টাফদের মাইলেজ জটিলতার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন। রানিং স্টাফ সারাদেশে লোকোমাস্টার পদে ৯৬৫ জন কর্মরত রয়েছে।
কিন্তু সারাদেশে মোট ২২’শ লোকোমাস্টার প্রয়োজন রয়েছে। এছাড়াও গার্ড, টিটিই তো রয়েছেন। গত বছরের ১২ই জুলাই ৮ ঘন্টা রেল চলাচল বন্ধ করেছিল এই সংগঠনটি। সেই দিনই দুপুরে রেলমন্ত্রীর আশ্বাসে তাদের বিক্ষোভ-মিছিল, আন্দোলন ও রেল অবরোধ প্রত্যাহার করে নেন। দাবী-দাবা না মানায় আবার তারা পুনরায় আন্দোলনে নেমেছে। প্রতি রবিবার ও বুধবার সংগঠনের নেতা-কর্মী সদস্যরা বিক্ষোভ-মিছিল অব্যাহত রাখবেন বলে জানা গেছে।