নিজস্ব প্রতিবেদক►
আজ ২৬ সেপ্টেম্বর, মাধুকর ডট নিউজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ২০২২ সালের এই দিনে যাত্রা শুরু করে গাইবান্ধার একমাত্র নিবন্ধিত এই নিউজ পোর্টালটি। দেখতে দেখতে বছর পেড়িয়ে আজ মাধুকর ডট নিউজ পা দিলো চতুর্থ বর্ষে। আজকের দিনটি মাধুকর ডট নিউজ পরিবারের জন্য অবশ্যই আনন্দের।
গাইবান্ধাসহ উত্তরবঙ্গের সংবাদকে সর্বাধিক গুরুত্ব দেয়ার পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক, সংস্কৃতি, খেলাধুলা, মতামতসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন নিয়ে প্রকাশনা অব্যাহত রেখেছে মাধুকর ডট নিউজ পোর্টাল।
আমাদের যাত্রার তিন বছর পূর্ণ হলো। এই সময়ে আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আরও সামনে, আরও দূরে।
মাধুকর ডট নিউজ পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, দর্শক, লেখক, সহকর্মী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।