Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৮-২০২৫, সময়ঃ রাত ০৭:১১

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সুন্দরগঞ্জে মতবিনিময়

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সুন্দরগঞ্জে মতবিনিময়

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আজ (বুধবার, ২৭ আগস্ট) সকালে উপজেলার বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলার ৯১টি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুল, ৪৯টি দাখিল মাদ্রাসা ও ১২টি কারিগরি স্কুলের প্রতিষ্ঠান প্রধানগণ অংশ নেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নুর মো. ফখরুল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসুদুর রহমান, খামার পাঁচগাছি দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ প্রমুখ। 

সভায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। এছাড়া বার্ষিক গ্রীষ্মকালীন খেলাধুলা, শিক্ষক নিয়োগ ও এমপিও সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad