Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৯

মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

মিছিল-সমাবেশের ওপর নিধেধাজ্ঞার প্রতিবাদে গাইবান্ধায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম জোট। এ সময় জোটের নেতারা তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের ১ নং রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও ১ নং রেলগেটে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, সভা-সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মুখে কালো কাপড় বেঁধে বাক স্বাধীনতা হরণের প্রতিবাদে সমাবেশ করছি।

জোটের নেতারা নির্বাচন বর্জন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় সহকারী সম্পাদক জননেতা কমরেড মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব  সাঈদ , সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক রেবুতি বর্মন, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক নেতা মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad