আন্তর্জাতিক ডেস্ক►
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের তিন বছর আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)। ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির দলকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সামরিক বাহিনী।
তিন বছরের মধ্যে প্রথমবার চাপে রয়েছে দেশটির সামরিক সরকার। গত কয়েকদিন ধরেই বেশ উত্তপ্ত দেশটি। চলছে ক্ষমতাসীন সামরিক বাহিনী ও বিদ্রোহীদের লড়াই। এর মধ্যে বিদ্রোহীদের সফলতাই বেশি। জান্তা বাহিনীকে পরাজিত করে তারা একের পর এক এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। তা প্রতিরোধ করতে মরিয়া হয়ে উঠেছে সামরিক বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অব্যাহত জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে। এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরআগে, জরুরি অবস্থার মেয়াদ ৫ বার বাড়ানো হয়।
সামরিক সরকারের তিন বছর পূর্তিতে দেশটির অব্যাহত সহিংসতায় অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। সামরিক শাসন বন্ধের পাশাপাশি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণ এবং বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠার জরুরিতার ওপর জোর বিবৃতি প্রকাশ করেছেন মহাসচিবের দপ্তর।
এদিকে, সামরিক শাসনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে মিয়ানমারে অস্ত্র উৎপাদনের সাথে জড়িত দুইটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এছাড়া দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক, মানবাধিকার এবং মানবিক সংকটে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয়ান কাউন্সিল