মাধুকর ডেস্ক ►
মিয়ানমারে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল ৬টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে, এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পৃথিবী পৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। গত এক মাসে দেশটিতে এটি দ্বিতীয় ভূমিকম্প।
গত ২ অক্টোবর মিয়ানমারে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এদিকে গতআল নেপালে ৬ দশমিক এক মাত্রার ভূকম্পন অনুভূত হয়।