নিজস্ব প্রতিবেদক ►
আজ বৃহস্পতিবার (৪ মে ২০২৩) সকাল সাড়ে ১০টায় জনউদ্যোগ ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আয়োজনে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শুরুতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে।
উদীচী-গাইবান্ধার শিক্ষার্থী মানস কুমার বর্মণের কণ্ঠে পরিবেশিত ‘এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান এবং প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়।
সভায় বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধো চেতনা বাস্তবায়ন, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রাতিষ্ঠা, প্রাণবৈচিত্র রক্ষা, নারীর অধিকার প্রাতিষ্ঠা, বৈষম্য বিলোপসহ বহুমাত্রিক রাজনৈতিক, সামাজিক ও নাগরিক আন্দোলনের রূপকার ও সাংগঠক এ জননেতার মৃত্যুতে দেশ একজন সক্রিয়জনকে হারিয়েছে। তিনি ছিলেন এ দেশের একজন স্বপ্নের ফেরিওয়ালা ও বহুত্ববাদী চিন্তাধারার প্রচারক। তাঁর চিন্তা ও কাজ সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারাল। পংকজ ভট্টাচার্য আদর্শিক রাজনীতি করতেন। ক্ষমতার ভাগবাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। সারাটা জীবন লড়াই করেছেন জনগণের মুক্তির জন্য। বাংলাদেশে পংকজ ভট্টাচার্যের মতো বিশুদ্ধ রাজনীতিক আর পাওয়া যাবে না। তিনি ছিলেন নির্লোভ রাজনীতির জীবন্ত প্রতীক।
জনউদ্যোগ, গাইবান্ধার সভাপতি আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে আলোচনা করেন জনউদ্যোগ, কেন্দ্রীয় কমিটির আহবায়ক ডাকসু’র সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রিয় সভাপতি হরেন সিং, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সুশাসনের জন্য নাগরিক- সুজন এর সভাপতি সাংবাদিক গোবিন্দলাল দাস, জনউদ্যোগ, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি।
এছাড়াও গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ন্যাপ নেতা লুৎফর রহমান রঞ্জু, গণতন্ত্রী পার্টির নেতা ময়নুল হক রাজা, কৃষক নেতা সুভাষ সিংহ রায়, মানবাধিকার কর্মী জিয়াউল হক কামাল, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, সাংস্কৃতিক কর্মী দেবাশীস দাশ দেবু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকার, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক প্রমুখ।
উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি জননেতা পঙ্কজ ভট্টাচার্য ২৪ এপ্রিল রাত ১২:২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন।