নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানালেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সদস্যবৃন্দ।
রবিবার গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোট, শিক্ষাপ্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াসিউল হাবীব, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য তৌহিদুল হাসান স্বপন, জুলহাস মিয়া, আব্দুর রাজ্জাক জোতদার, শিক্ষক মনোরঞ্জন বর্মন, মোছা: মাছুদা বেগমসহ আরও অনেকে।