মোদাচ্ছেরুজ্জামান ►মিলু
শনিবার গাইবান্ধা শহরের রেল গেটের দুই পার্শ্বেরও রাস্তা ছিলো যানযটের জনদুর্ভোগ। শনিবার অফিস আদালত বন্ধ থাকলেও বেলা ১১টা পর থেকে দুপুর ৩টা পর্যন্ত যানজট লেগেই ছিলো ডিবি রোড রেলগেট সংলগ্ন এলাকায়।
ট্রলি, ভটভটি, ট্রাক, বড়বাস, ইজিবাইক (অটোরিক্সা), মোটরসাইকেল, ভ্যানরিক্সা, বাইসাইকেল সবই এই রাস্তা দিয়ে যায়। যেহেতু কোনো বিকল্প রাস্তা নাই তাই এই সব যানবাহনকে একটি রাস্তা দিয়েই চলতে হয়।
উল্লেখ্য, এই সড়ককে ফোরলেন বলা হলেও রেলগেট সংলগ্ন দুপাশেরই আগের মতো রয়ে গেছে। রেলগেট সংলগ্ন কনফেকশনারি নূরকর্নানের মালিক নূর মোহাম্মদ বাবু আক্ষেপ কওে বলেন, এই যানজট গাইবান্ধার সৌন্দর্য। কারণ, এ অবস্থা দেখলে মনে হয় এই শহরটি বাণিজ্যিক এবং ব্যাস্ত শহর। তিনি আরো বলেন, বাংলাদেশের শুধু গাইবান্ধাতেই কোনো বাইপাস সড়ক নাই বিধায় এই একটি সড়ক দিয়েই সকল ধরনের যানবাহন চলাচল কওে এবং যানজটের সৃষ্টি হয়।